বিকাশ স্বর্নকার,বগুড় প্রতিনিধি:
বগুড়া সোনাতলায় ইরি-বোরো মৌসুমে ১৫০বিঘা ফসলি জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের কার্য্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২০২৩/২৪ইং অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড তেজগোল্ড জাতের ধানের চারা উপজেলার বোচারপুকুর ফসলী জমিতে যান্ত্রিক পদ্ধতিতে রোপন করা হয়। ধানের চারা রোপণ কাজের শুভ উদ্বোধন করেন বগুড়া-০১(সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। বুধবার বোচারপুকুরে সকাল ১০টায় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েস নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আঃ মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজামান লিটন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মোঃ মতলুবর রহমান,উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বনানী বগুড়া প্রমুখ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ওই প্রযেক্টের আওতায় জমির মালিক সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা।