• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন; এক গরু চোর গ্রেপ্তার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ (পুশিং) বিরোধী জনসচেতনতামূলক সভা তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল ডুমুরিয়ায় মহান বিজয়‌ দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতি সভা ধামরাইয়ে নিসচা’র ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন,র‌্যালী ও বিনা মূল্যে চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই‌প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত এ্যাড: সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তালতলীতে রাতের আঁধারে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ নোয়াখালী থেকে ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল উদ্ধার,আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সোনাতলায় ৯১০হেক্টর জমিতে লাল মরিচ চাষ,২৫কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা রয়েছে, কৃষি অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:

বগুড়া সোনাতলা যমুনার তীরবর্তী বৃহত্তর চরাঞ্চল জুড়ে লাল মরিচের চাষ করেছে কৃষক। ফলে প্রখর রৌদ্রে মরিচ শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। তবে এ উপজেলার চরাঞ্চলের শুকনা মরিচের চাহিদা রয়েছে দেশব্যপী। যদিও কথায় আছে ঝাল মরিচের একমাত্র জেলাই হলো বগুড়া।

এদিকে সকালে চরাঞ্চলে গেলে যেদিকে দুচোখ যাবে লাল মরিচ যেন চরের সাদা বালুকণা গুলো লালে রঙিন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছেন। এ বছর চরাঞ্চল সহ এ উপজেলায় ৯১০হেক্টর জমিতে দেশী ও হাইব্রিড জাতের মরিচের চাষ হয়েছে। জাতগুলো বিজলী প্লাস,বিজলী প্লাস টুয়েন্টি টুয়েন্টি,ছনিক এছাড়াও বিভিন্ন জাতের মরিচ রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান বন্যায় চরাঞ্চল পানিতে তলিয়ে থাকে পরবর্তীতে জেগে উঠা চরে মরিচ চাষের মাধ্যমে বন্য সময়ের ক্ষতিটা পুষিয়ে উঠে চরবাসীর। চরবাসীদের লাভ জনক আবাদ মরিচ হলেও পাশাপাশি ভুট্টা,বাদাম,পাট চাষ করে। পাকুল্লা খাটিয়ামাড়ি চরের মৃত আবুল খাঁর ছেলে সাহাদত খাঁ বলেন,৯বিঘা জমিতে মরিচ চাষ করেছি। লাল মরিচ শুকিয়ে শুকনা মরিচ হিসেবে বিক্রি করি তবে খরচ বাদে ৫/৬ লাখ টাকা ঘরে আসে।শিমুলতাইর চরের কৃষক আইয়ুব আলী বলেন,৪বিঘা জমিতে মরিচ চাষ করেছি। বর্তমানে লাল মরিচ ৭ থেকে ৮ দিনের রৌদ্রে শুকিয়ে যায় তবে শুকালে মরিচ প্রতি কেজিতে ৩০০গ্ৰাম টিকে।

এবার মরিচের প্রতি মণ বাজার দর লাল টোপা ১৮শ থেকে ২হাজার টাকা এবং শুকনা মরিচ ১২হাজার থেকে ১৬হাজার টাকা।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,সোনাতলার চরাঞ্চলের মরিচের খ্যাতি রয়েছে দেশজুড়ে।

বিশেষ করে চরাঞ্চলের কৃষক তুলনামূলক মরিচ বেশি চাষ করে আর্থিকভাবেও ব্যপক লাভবান হচ্ছে। এ উপজেলার কৃষক কাঁচা মরিচ,লাল টোপা মরিচ এবং শুকনা মরিচ বিক্রির মাধ্যমে বাজারের চাহিদা মেটায়। আমরা আশা করছি এবার প্রায় ২২/২৫ কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ