বগুড়া প্রতিনিধি:
প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার সোনাতলাবাসী। একটু প্রশান্তির আশায় মানুষ গাচের ছায়া কিংবা ছুটছে শীতল কোন স্থানে। গরমের কারণে বাড়ছে শ্বাসকষ্ট,জ্বর, ঠান্ডা, নিমুনিয়া, ডায়রিয়া, সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা।
গত কয়েকদিন ধরে আকাশের আদ্রর্তা বৃদ্ধি পাওয়ায় বেড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমের কারণে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে শ্রমজীবী সহ সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝড়াতে থাকে সুর্য। রাত দিনের তাপমাত্রার কোন পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার জন্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ বলেন, প্রচন্ড তাপদাহে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় ভালো। তবে তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি বেশি পানি, স্যালাইন ও স্বাস্থ্য কর খাবার খাওয়া সহ রঙিন কাপড় পরিহার করে ঢিলেঢালা জামা কাপড় পরাই ভালো। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী বলেন,এই তাপদাহে গরু ছাগলদের ছায়াযুক্ত স্থানে রাখা ভালো এবং ভিটামিন জাতীয় খাদ্য খাওয়ানো পরামর্শ তার।