রনজিত কুমার পাল (বাবু):
“ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা” প্রতিপাদ্য করে ঢাকার ধামরাই উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন, ধামরাই, ঢাকা এর আয়োজনে বৃহস্পতিবার(১৪ মার্চ) জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ধামরাই উপজেলার ০২ টি বাজারে এবং ১টি আড়তে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
উত্ত মোবাইলকোর্ট পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার।
এ সময় ইসলামপুর বাজার ও কালামপুর বাজার হতে আনুমানিক ০.০০৫ মে.টন ১০ ইঞ্চির নিচের ইলিশ (জাটকা) মাছ জব্দ করা হয়। পরে তা ১টি মাদ্রাসা /এতিমখানা বিতরণ করা হয়।
এছাড়া ০৩ জনের বিরুদ্ধে অবৈধ মাছ বিক্রির অপরাধে মামলা করে ১০০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।