বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে প্রায় কেন্দ্রেই বিরুপ আবহাওয়া ও ধান মারাই এর মৌসুমের কারণে ভোটারদের উপস্থিতি কম। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা করা হয়।
বে-সরকারী ভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মিনহাদুজ্জামান লীটন (আনারস) প্রতীক ২০হাছার ৪শ ৮৩টি ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ জাকির হোসেন (মোটরসাইকেল) প্রতিক তিনি পেয়েছেন ৭হাজার ৩শ ৪৫টি ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ওয়াছিয়া বেগম (সেলাই মেশিন) প্রতিক ১৪হাজার ৮শ ০৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশারাত আক্তার ইমু (কলস)প্রতীক তিনি পেয়েছেন ৮হাজার ৫শ ৪০টি ভোট। এদিকে জেলার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে সাখাওয়াত হোসেন সজল (আনারস)প্রতিকে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে অরুণ কান্তি রায় সিটন (ঘোড়া) প্রতিকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রফিনেওয়াজ খাঁন রবিন তার মার্কা (আনারস)। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন দিলু, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শামিমা আক্তার সুমি।