শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এড.ইয়াসীন খানের মনোনয়নপত্র দাখিল
সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এড.ইয়াসীন খানের মনোনয়নপত্র দাখিল
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ)আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্ল্যাহ নিকট মনোনয়পত্র দাখিল করেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক সুনামগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রিন্সিপাল আব্দুল কবির, জগন্নাথপুর উপজেলা পেশাজীবি কমিটির সভাপতি মোহাম্মদ কবীর উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জামায়াত নেতা কাজী নুরুল হক উপস্থিত ছিলেন।





















