সুনামগঞ্জের জগন্নাথপুরে টিডিপির মৌলিক প্রশিক্ষণে উপ-মহা পরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী
সুনামগঞ্জের জগন্নাথপুরে টিডিপির মৌলিক প্রশিক্ষণে উপ-মহা পরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী
সুনামগঞ্জের জগন্নাথপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০দিন ব্যাপী ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে।
বুধবার দুপুরে প্রশিক্ষনের ৯ম দিনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের উপ-মহা পরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী বলেছেন প্রশিক্ষণের উদ্যেশ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা।
তিনি দেশ মাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন। আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং গনভোট সম্পর্কে সচেতন করার পরামর্শ দেন।
জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচীর সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবু আহমেদ হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জের জেলা কমান্ডেন্ট মোঃ সুজন মিয়া।
প্রশিক্ষনে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার রাকিবুর রহমান রাকিবসহ দলনেতা দলনেত্রী অঙ্গীভূত আনসার সদস্য এবং ১শত ১৫ জন প্রশিক্ষনার্থী সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।





















