ধামরাইয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট ও রাস্তাঘাটের দুরবস্থার প্রতিবাদে ও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলার ধামরাই উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং রাস্তাঘাটের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল ৫ টায় ধামরাই উপজেলার গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিজেপি ধামরাই উপজেলা শাখার সভাপতি সাব্বির হোসেন জনি, যিনি এ কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি বলেন, আমরা এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে আছি। গ্যাসের চাপ নেই, বিদ্যুৎ ঘন ঘন চলে যায়, আর রাস্তাঘাটে চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠেছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,দেওয়ান নজরুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা।এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর দ্রুত সমাধান চান।