নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশেদ রিয়াজ
নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশেদ রিয়াজ
নেপালের রাজধানী কাঠমুন্ডুর একটি অভিজাত হোটেলের বলরুমে শনিবার (২২ নভেম্বর) সাউথ এশিয়ান বিজনেস কালচারাল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো “South Asian Business & Nepal International Excellence Award-2025”।
দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মনোনীত ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক, মানবিক ও উদ্যোক্তা—এই তিন ক্যাটাগরিতে মোট ১৮ জনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এদের মধ্যে সামাজিক খাতে অবদান এবং উদীয়মান তরুণ উদ্যোক্তা হিসেবে “Young Entrepreneur of the Year” সম্মাননায় ভূষিত হন বাংলাদেশের মোঃ জামশেদ খান রিয়াজ। তিনি সোনালী লাইফ পিএলসি-র একজন ম্যানেজার এবং ট্রাস্টি বাজার ও জে আর ইন্টারন্যাশনালের কর্ণধার হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল কংগ্রেস এবং শিক্ষা বিভাগের প্রধান নৈন সিং মহর। প্রধান আলোচক ছিলেন ত্রিভূবন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. তীর্থ রাজ খানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উদ্ধব পাকুরেল, সাগর পান্ডে, নেপাল ট্যুরিজম বোর্ডের ভাইস-চেয়ারম্যান চন্দ্র রিজাল, কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য ড. বোধ রাজ গৌতম, আরমান চৌধুরী, আর কে রিপনসহ আরও অনেকে।
এছাড়া বিভিন্ন দেশের গণমাধ্যম, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন।
বক্তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর্যটন খাতে আরও আন্তরিক সহযোগিতা ও পরিকল্পিত উন্নয়নের আহ্বান জানান। একই সঙ্গে এ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়।




















