জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে সেনবাগে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত
জাতীয় সমাবেশ ২৫ ইং, ১৯ জুলাই শনিবার, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে যোগদানের আহ্বান জানিয়ে সেনবাগ উপজেলা জামায়াতের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
স্বাগত মিছিলটি আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা সুপার মার্কেট থেকে শুরু হয়ে সেনবাগ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় এসে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন মিয়াজি এর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: আলা উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জননেতা অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ সাহেব।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিম সাহেব, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক দু’বারের নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুল মালেক সাহেব।
এতে আরও উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নুরুল আবছার, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হানিফ, মাওলানা নুরুল হুদা মিলন, ৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম হোসেন শাহীন, ৫নং অর্জুনতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল মাজেদ সহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড এর আমির /সভাপতি সহ অন্যান্য দায়িত্বশীল ও প্রমুখ নেতৃবৃন্দ।



















