০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে এপিবিএন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৯) এর এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাঈম বিশ্বাস (২৫)।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সূত্র জানায়, নিহত নাঈম বিশ্বাসকে এপিবিএন সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার খবর পেয়ে এপিবিএন-৯ এর একটি টিম ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এপিবিএন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, “বাসা থেকে ঝুলন্ত অবস্থায় নাঈম বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, এপিবিএন সদস্যদের বরাতে জানা গেছে—নাঈম বিশ্বাসকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে আনা হলে মৃত্যু নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জানতে এপিবিএন-৯ এর পুলিশ সুপার দীপক জ্যোতি খীসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিহত নাঈম বিশ্বাস পরিবারসহ বায়েজিদ এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে এপিবিএন সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৯) এর এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাঈম বিশ্বাস (২৫)।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সূত্র জানায়, নিহত নাঈম বিশ্বাসকে এপিবিএন সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার খবর পেয়ে এপিবিএন-৯ এর একটি টিম ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এপিবিএন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, “বাসা থেকে ঝুলন্ত অবস্থায় নাঈম বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, এপিবিএন সদস্যদের বরাতে জানা গেছে—নাঈম বিশ্বাসকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে আনা হলে মৃত্যু নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জানতে এপিবিএন-৯ এর পুলিশ সুপার দীপক জ্যোতি খীসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিহত নাঈম বিশ্বাস পরিবারসহ বায়েজিদ এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।