০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবে সিএসও এবং দলিত প্ল্যাটফর্মের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর সাধারণ বিষয়সমূহ সম্পর্কিত সাংবাদিক সম্মেলন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবে সিএসও এবং দলিত প্ল্যাটফর্মের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর সাধারণ বিষয়সমূহ সম্পর্কিত সাংবাদিক সম্মেলন

সোমবার ২৪নভেম্বার ‌সকাল ১০টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবন‌ দ্বিতীয় মিলনায়তনে সিএসও এবং দলিত প্ল্যাটফর্মের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর সাধারণ বিষয়সমূহ সম্পর্কিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সঞ্চালনায়

লিখিত বক্তব্য দেন দলিত  প্রকল্প নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস,অডিটর মনিটর উত্তম কুমার দাস, ডুমুরিয়া উপজেলা দলিত ব্যাবস্থাপক  সমির  কুমার পান্ডে, ফিল্ড বলেন্টিয়ার জিয়াসমিন নাহার, ইতিকা সরকার, পিংকি দাস, শান্তি লতা দাস, প্রমুখ।

উল্লেখ্য আপনারা সবাই জানেন, ভূমি অধিকারে দুর্বলতা থাকলে সমাজে অন্য অধিকারেও পিছিয়ে পড়তে হয়। ব্যাংক ঋণ মিলে না তখন। রাজনৈতিক মর্যাদাও মিলে না। এমনকি দলিত কলোনির ঠিকানা দিলে শিক্ষিত হয়ে চাকুরিও মিলে না। ‘ছোট জাত’ বলে দলিত শিশুরা বিদ্যালয়ে এমন আচরণের মুখেও পড়ে- যা তাদের বিব্রত করে। তখন তারা স্কুলে যেতে অনীহা দেখায়। অথচ প্রায় গ্রামে এখন ভুল আছে। অস্পৃশ্যতা ও দারিদ্র্যের যৌথ চক্রে ভুল থাকার সুবিধা দলিত শিশুরা গ্রহণ করতে পারছে না। উচ্চ শিক্ষায় অগ্রসর হওয়ায় পূর্বে ঝরে পড়ার সম্ভবনা বেশী থাকে। বিভিন্ন ভাতার ব্যাপারে আবেদন করে ঠিকই তবে তাদের অন্তর্ভুক্তি হয় চাহিদার তুলনায় কম।

গ্রামের বিভিন্ন কমিটিতে দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে না‌ এই মানুষদের থাকার জায়গাগুলোতে আপনারা দেখবেন বিশুদ্ধ পানি ও টয়লেটের সংকট। শত শত পরিবারের কলোনিতে টয়লেট এত অল্প থাকে যে সকালে কেউ সময়মতো অফিস ধরতে পারে না।

সামাজিক ভাবে দলিত জনগোষ্টীদের এখনও নিচু চোখে দেখা হয়, সিদ্ধান্ত গ্রহনে এবং মতামত গ্রহনে তাদের সুযোগ কম।

দলিত জনগোষ্টীর প্রত্যাশা:দলিত জনসংখ্যা অনেক রয়েছে এমন কিছু নির্বাচনী-আসনে তাদের প্রার্থী করার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দেওয়া. নির্বাচনী আইনের সংশোধন এবং উচ্চকক্ষে দলিতদের জন্য অন্তত দুটি (নারী ও পুরুষ) আসন সংরক্ষণের ব্যবস্থা করা; সংরক্ষিত নারী আসনে অবশ্যই একটি আসন দলিত নারীদের জন্য নির্দিষ্ট করা।

রাজনৈতিক দলগুলোর সকল স্তরের কমিটিতে দলিতদের রাখার ব্যাপারে আইনগত সংস্কার

স্থানীয় এবং জাতীয় বাজেটে সুনির্দিষ্টভাবে দলিত জনগোষ্ঠীকে লক্ষ্য করে কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা,খাসজমি বরাদ্দে দলিতদের অগ্রাধিকার দেয়া, দলিতদের বেকারত্ব নিরসনে বিশেষ কর্মসূচি গ্রহণ,সরকারি ও আধা-সরকারি দপ্তরে পরিচ্ছন্নতাকর্মীর কাজে অন্তত ৫০ ভাগ ক্ষেত্রে দলিত পরিচ্ছন্নকর্মীদের নিয়োগ, স্কুলে দলিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ; দলিত শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তি চালু করা,বিশ্ববিদ্যালয় গুলোতে দলিত ছাত্র ছাত্রীদের ভর্তির জন্য ১ শতাংশ আসন অব্যাহত রাখা।

পরিচ্ছন্নতাকর্মী ও চা শ্রমিক দলিতদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনগত নির্দেশনা প্রদান।দলিত তরুণ-তরুণীদের কারিগরী প্রশিক্ষণের জন্য বিভাগীয় শহরগুলোতে আবাসিক হোস্টেল সুবিধাসহ প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর সুবিধাভোগী বাছাইয়ে দলিত সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা।

আগামী নির্বাচন গুলোতে ভোটাধিকার প্রয়োগের সময় সার্বিক নিরাপত্তা প্রদান করা।

দলিত জনগোষ্ঠীর সঠিক জনসংখ্যা নির্ধারনে জরুরী ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহন করা

ভূমিহীন দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার ভিত্তিতে আবাসনের ব্যাবস্থা করা।

গ্রাম পর্যায়ে দলিত জনগোষ্ঠীর ক্ষুদে সাংবাদিক তৈরীর ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
২৪

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবে সিএসও এবং দলিত প্ল্যাটফর্মের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর সাধারণ বিষয়সমূহ সম্পর্কিত সাংবাদিক সম্মেলন

আপডেট: ০২:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবে সিএসও এবং দলিত প্ল্যাটফর্মের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর সাধারণ বিষয়সমূহ সম্পর্কিত সাংবাদিক সম্মেলন

সোমবার ২৪নভেম্বার ‌সকাল ১০টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবন‌ দ্বিতীয় মিলনায়তনে সিএসও এবং দলিত প্ল্যাটফর্মের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর সাধারণ বিষয়সমূহ সম্পর্কিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সঞ্চালনায়

লিখিত বক্তব্য দেন দলিত  প্রকল্প নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস,অডিটর মনিটর উত্তম কুমার দাস, ডুমুরিয়া উপজেলা দলিত ব্যাবস্থাপক  সমির  কুমার পান্ডে, ফিল্ড বলেন্টিয়ার জিয়াসমিন নাহার, ইতিকা সরকার, পিংকি দাস, শান্তি লতা দাস, প্রমুখ।

উল্লেখ্য আপনারা সবাই জানেন, ভূমি অধিকারে দুর্বলতা থাকলে সমাজে অন্য অধিকারেও পিছিয়ে পড়তে হয়। ব্যাংক ঋণ মিলে না তখন। রাজনৈতিক মর্যাদাও মিলে না। এমনকি দলিত কলোনির ঠিকানা দিলে শিক্ষিত হয়ে চাকুরিও মিলে না। ‘ছোট জাত’ বলে দলিত শিশুরা বিদ্যালয়ে এমন আচরণের মুখেও পড়ে- যা তাদের বিব্রত করে। তখন তারা স্কুলে যেতে অনীহা দেখায়। অথচ প্রায় গ্রামে এখন ভুল আছে। অস্পৃশ্যতা ও দারিদ্র্যের যৌথ চক্রে ভুল থাকার সুবিধা দলিত শিশুরা গ্রহণ করতে পারছে না। উচ্চ শিক্ষায় অগ্রসর হওয়ায় পূর্বে ঝরে পড়ার সম্ভবনা বেশী থাকে। বিভিন্ন ভাতার ব্যাপারে আবেদন করে ঠিকই তবে তাদের অন্তর্ভুক্তি হয় চাহিদার তুলনায় কম।

গ্রামের বিভিন্ন কমিটিতে দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে না‌ এই মানুষদের থাকার জায়গাগুলোতে আপনারা দেখবেন বিশুদ্ধ পানি ও টয়লেটের সংকট। শত শত পরিবারের কলোনিতে টয়লেট এত অল্প থাকে যে সকালে কেউ সময়মতো অফিস ধরতে পারে না।

সামাজিক ভাবে দলিত জনগোষ্টীদের এখনও নিচু চোখে দেখা হয়, সিদ্ধান্ত গ্রহনে এবং মতামত গ্রহনে তাদের সুযোগ কম।

দলিত জনগোষ্টীর প্রত্যাশা:দলিত জনসংখ্যা অনেক রয়েছে এমন কিছু নির্বাচনী-আসনে তাদের প্রার্থী করার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দেওয়া. নির্বাচনী আইনের সংশোধন এবং উচ্চকক্ষে দলিতদের জন্য অন্তত দুটি (নারী ও পুরুষ) আসন সংরক্ষণের ব্যবস্থা করা; সংরক্ষিত নারী আসনে অবশ্যই একটি আসন দলিত নারীদের জন্য নির্দিষ্ট করা।

রাজনৈতিক দলগুলোর সকল স্তরের কমিটিতে দলিতদের রাখার ব্যাপারে আইনগত সংস্কার

স্থানীয় এবং জাতীয় বাজেটে সুনির্দিষ্টভাবে দলিত জনগোষ্ঠীকে লক্ষ্য করে কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা,খাসজমি বরাদ্দে দলিতদের অগ্রাধিকার দেয়া, দলিতদের বেকারত্ব নিরসনে বিশেষ কর্মসূচি গ্রহণ,সরকারি ও আধা-সরকারি দপ্তরে পরিচ্ছন্নতাকর্মীর কাজে অন্তত ৫০ ভাগ ক্ষেত্রে দলিত পরিচ্ছন্নকর্মীদের নিয়োগ, স্কুলে দলিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ; দলিত শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তি চালু করা,বিশ্ববিদ্যালয় গুলোতে দলিত ছাত্র ছাত্রীদের ভর্তির জন্য ১ শতাংশ আসন অব্যাহত রাখা।

পরিচ্ছন্নতাকর্মী ও চা শ্রমিক দলিতদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনগত নির্দেশনা প্রদান।দলিত তরুণ-তরুণীদের কারিগরী প্রশিক্ষণের জন্য বিভাগীয় শহরগুলোতে আবাসিক হোস্টেল সুবিধাসহ প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর সুবিধাভোগী বাছাইয়ে দলিত সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা।

আগামী নির্বাচন গুলোতে ভোটাধিকার প্রয়োগের সময় সার্বিক নিরাপত্তা প্রদান করা।

দলিত জনগোষ্ঠীর সঠিক জনসংখ্যা নির্ধারনে জরুরী ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহন করা

ভূমিহীন দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার ভিত্তিতে আবাসনের ব্যাবস্থা করা।

গ্রাম পর্যায়ে দলিত জনগোষ্ঠীর ক্ষুদে সাংবাদিক তৈরীর ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা।