জগন্নাথপুরে আদালতের আদেশ অমান্য করে গৃহ নির্মান : দুপক্ষের মধ্যে উত্তেজনা
সুনামগঞ্জ, প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ গৃহ নির্মান করায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
যে কোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আদালতের আদেশ বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন।
মামলা ও প্রতিবেশী সূত্রে জানাগেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত সাজিদ উল্লার ছেলে মোঃ গৌছ উদ্দিন ও একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে জমির মিয়া গংদের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে মালিকানা দাবি করে মোঃ গৌছ উদ্দিন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ আদালতে বিবিধ মামলা নং ২৪২/ ২০২৫ ইং দায়ের করা হলে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে ২০৪ নং জে এল স্থিত গন্ধর্বপুর মৌজার এসএ ১০৯৩ ও ১০৯৩/২ নং দাগে মোং ৬৮ শতক ভুমিতে নিজ নিজ দখলীয় অংশে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।
উক্ত নিষেধাজ্ঞাকে অমান্য করে বিবাদীপক্ষ জমির মিয়া গংরা জোরপূর্বক পাকা গৃহ নির্মান করতে দেখা গেছে। এ ব্যাপারে ১ম পক্ষ মোঃ গৌছ উদ্দিন বলেন, আমার মৌরসি ও দখলীয় ভূমিতে বিবাদীপক্ষ জোরপূর্বক আদালতের আদেশ অমান্য করে দালান ঘর নির্মান করছে।
থানার এ এস আই হুমায়ুন কবীর সরেজমিনে উভয়পক্ষকে নোটিশ প্রদান করলেও বিবাদীপক্ষকে কাজ করার জন্য প্রকাশ্যে অনুমতি দেয়ায় বিবাদীরা দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি।
প্রতিপক্ষ জমির মিয়া ও শওকত মিয়া বলেন, দায়েরকৃত মামলা আমাদের পক্ষে রয়েছে।
থানার এ এস আই আমাদের কাজ করার জন্য বলেছেন। গৌছ উদ্দিন অযথা হয়রানি করার জন্য আমাদের বিরুদ্ধে মামলা করেছে, সে এই জমির মালিক নয়।
জগন্নাথপুর থানার এ এস আই হুমায়ুন কবীর বাহার বলেন, মাননীয় আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করা হয়েছে। আমার বিরুদ্ধে উত্তাপিত অভিযোগ সঠিক নয়, অনেকজন অনেক কথাই বলতে পারে।
এ বিষয়ে জানতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া,র মোবাইলে ফোন করলে তিনি ফোন রিছিব করেন নাই।


























