গণভোট নভেম্বর মাসের মধ্যে হওয়া সংবিধানসম্মত: সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ
গণভোট নভেম্বর মাসের মধ্যে হওয়া সংবিধানসম্মত: সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে জাতীয় ঐক্য সংযোগ
পরিষদের এক বর্ধিত বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সভাপতিত্ব করেন জাতীয় ঐক্য সংযোগ পরিষদের প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম. নাজিম
উদ্দিন আল-আজাদ। রাজনৈতিক অঙ্গনে বর্তমানে বিরাজমান পরিস্থিতি, জুলাই সনদের বাস্তবায়ন এবং আসন্ন গণভোটকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সভায়।
সভাপতির বক্তব্যে সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, “জুলাই সনদকে পূর্ণতা দিতে গণভোট অবশ্যই নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
এটি প্রতিটি রাজনৈতিক দলের নীতিগত বাধ্যবাধকতা—এটাই এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, এই গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা দৃঢ় করতে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নভেম্বর
মাসের মধ্যে গণভোট আয়োজনের সংবিধানসম্মত বাধ্যবাধকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক—জাতীয় ঐক্য সংযোগ পরিষদের সমন্বয়কারী ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি)’র চেয়ারম্যান শফিক মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “গণভোট শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতীয় চুক্তির অংশ। তাই নভেম্বরের সময়সীমা মানা অত্যাবশ্যক।সভায় আরও বক্তব্য রাখেন—জাতীয় সমন্বয়কারী, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এস. এম. মুস্তাফিজুর রহমান (মাস্তাক সরকার),বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি (বিএনজেপি)’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আহাদ নূর,বাংলাদেশ লিবারেল গ্রীন পার্টির সভাপতি কে. সি. মজুমদার (খোকন),আন্তর্জাতিক প্রেস
ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল,বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার,বাংলাদেশ পিপলস পাওয়ার পার্টি (বিপিপিপি)’র সভাপতি এম. এ. ইউসুফ,জাতীয় মুক্তিদল পার্টির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ. টি. এম. মমতাজুল করিম,বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হারুনুর রশীদ দুলাল,বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান,বিএনডিপির ভাইস চেয়ারম্যান মোঃ
মনোয়ার হাসান,বিএনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ আমান উল্লাহ,বিএনডিপির যুগ্ম মহাসচিব প্রফেসর বরহান উদ্দিন রাব্বানী,বাংলাদেশ জাতীয় মুক্তি দলের মহাসচিব অধ্যাপক খোরশেদ আলম,বিএনডিপির সাংগঠনিক সম্পাদক এস. এম. এনায়েত করিম,বিএনডিপির মহিলা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মিসেস সানজিদা ইসলাম,বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক দেবাশীষ রায় প্রমুখ।
বক্তারা সবাই একমত পোষণ করে বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন এখন সময়ের অনিবার্য দাবি।তারা আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য দৃঢ় করতে গণভোটের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় অংশগ্রহণকারী নেতারা সকল রাজনৈতিক দলকে গণভোট বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান
এবং দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।






















