০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

পুলিশ কাইয়ুম হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যা মামলায় ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারী’২৬ ইং) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

রায় ঘোষণার সময় তপন চন্দ্র সরকার, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল আদালতে উপস্থিত ছিলেন। অপর পাঁচ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, সাক্ষ্য–প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস আমবাগান এলাকায় ডিআইজি বাংলোর সামনে ছিনতাইয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হন।

নিহত কাইয়ুম চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ২০১২ সালের ৬ অক্টোবর বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।

ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে আদালত এ রায় প্রদান করেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

পুলিশ কাইয়ুম হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

আপডেট: ০৯:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম হত্যা মামলায় ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারী’২৬ ইং) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

রায় ঘোষণার সময় তপন চন্দ্র সরকার, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল আদালতে উপস্থিত ছিলেন। অপর পাঁচ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, সাক্ষ্য–প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস আমবাগান এলাকায় ডিআইজি বাংলোর সামনে ছিনতাইয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য আহত হন।

নিহত কাইয়ুম চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ২০১২ সালের ৬ অক্টোবর বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।

ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে আদালত এ রায় প্রদান করেন। তদন্ত শেষে পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।