০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় ফল উৎসব ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:

দেশি-বিদেশি বিভিন্ন মৌসুমি ফলের সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে ফল উৎসবের আয়োজন করেছে নোয়াখালীর সেনবাগের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।

শনিবার (১৯ জুলাই) মাদ্রাসার মুরাদ মিয়া হলে মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবের উদ্বোধন করেন মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, গোল্ডসফাইন ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন সুমন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি জাফর উল্যাহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আজমত হোসেন, মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশিদ সহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যতিক্রমী এ আয়োজনে দেশিয় আম, কাঁঠাল, আমড়া, পেয়ারা, আনারস, লটকন, বড়ই, কামরাঙ্গা,গাব, বিদেশি আপেল, মাল্টা, খেজুর, আঙুর, রাম্বুটান, এভোকাডো, সফেদা, কিউইসহ ৫০ প্রজাতির বিভিন্ন ধরনের ফলের সঙ্গে শিশু শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধান অতিথি সোহরাব হোসেন সুমন বলেন, শিক্ষার্থীদের দেশি-বিদেশী বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় ও স্বাদ উপভোগের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের ইচ্ছা রয়েছে। পরে উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার ও ফল এবং অভিভাবক ও অতিথিদের হাতে বিভিন্ন প্রজাতির ফলের প্যাকেট উপহার হিসেবে দেয়া হয়। এমন ব্যতিক্রমী আয়োজন দেখে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্চসিত হতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
১৫০

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় ফল উৎসব ও পুরস্কার বিতরণ

আপডেট: ০৮:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:

দেশি-বিদেশি বিভিন্ন মৌসুমি ফলের সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে ফল উৎসবের আয়োজন করেছে নোয়াখালীর সেনবাগের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।

শনিবার (১৯ জুলাই) মাদ্রাসার মুরাদ মিয়া হলে মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবের উদ্বোধন করেন মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, গোল্ডসফাইন ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন সুমন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি জাফর উল্যাহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আজমত হোসেন, মাদ্রাসার মুহতামিম মুফতি হারুনুর রশিদ সহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যতিক্রমী এ আয়োজনে দেশিয় আম, কাঁঠাল, আমড়া, পেয়ারা, আনারস, লটকন, বড়ই, কামরাঙ্গা,গাব, বিদেশি আপেল, মাল্টা, খেজুর, আঙুর, রাম্বুটান, এভোকাডো, সফেদা, কিউইসহ ৫০ প্রজাতির বিভিন্ন ধরনের ফলের সঙ্গে শিশু শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধান অতিথি সোহরাব হোসেন সুমন বলেন, শিক্ষার্থীদের দেশি-বিদেশী বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় ও স্বাদ উপভোগের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের ইচ্ছা রয়েছে। পরে উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার ও ফল এবং অভিভাবক ও অতিথিদের হাতে বিভিন্ন প্রজাতির ফলের প্যাকেট উপহার হিসেবে দেয়া হয়। এমন ব্যতিক্রমী আয়োজন দেখে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্চসিত হতে দেখা যায়।