আবদুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কমিউনিটি অবহিত করণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার পুর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০ টায় পাথফাইন্ডার সুখী জীবন প্রকল্প কতৃক এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫ নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথফাইন্ডার, সুখী জীবন প্রকল্পের জেলা কর্মকর্তা ডাঃ অতনু ভট্টাচার্য, আবদুল মান্নান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ সম্পদ কুমার দত্ত মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি), রোকনুজ্জামান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শক প্রমুখ।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের সকল কার্যক্রম অবহিত করন সহ বাল্যবিবাহের কুফল এবং করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।