বাঁশখালীর খাটখালীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ
মেঘনা নদীর চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে নৃশংসভাবে গলা কেটে জাহাজের মাস্টার সহ ৭ জন শ্রমিককে লোমহর্ষক হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, চট্রগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২০৯০, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন বাশঁখালী উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে খুনি জলদস্যুদের গ্রেফতারপুর্বক দৃষ্ঠান্তমুলক শাস্তি ও সন্ত্রাস চাঁদাবাজ ডাকাত-জলদস্যুমুক্ত নিরাপদ নৌপথ নিশ্চিত করতে ব্যর্থ হলে ২৬ ডিসেম্বর মধ্য রাত থেকে নৌ পথে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী দিয়েছে নৌযান ও জাহাজী শ্রমিক নেতারা।
২৪ ডিসেম্বর সকাল ১১ টায় বাশঁখালী উপজেলার খাটখালী বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মো. আজগর হোসেন তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিদ্দিক রহমান ড্রাইভার।
বক্তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা রাষ্ট্রের চরম ব্যর্থতা এবং জাহাজী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ফেডারেশনের ঘোষিত ১১ দফা বাস্তবায়নের জোর দাবী জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত ১১ দফা যৌক্তিক দাবীর বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রতি মালিকদের সুসম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়, কোস্ট গার্ড, নৌ-বাহিনী ও পুলিশ প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, নৌ পথে সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত ও জলদস্যুদের উপদ্রব কমাতে আমরা বিভিন্ন সময়ে প্রশাসনের সাথে যোগাযোগ করলেও প্রশাসন আমাদের আহাজারী আমলে না আনায় আজকে আল বাখেরার মাস্টার সহ ৭ জন নারিবককে নারকিয় লোমহর্ষক হত্যাকান্ডের শিকার হতে হল।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আকতার জামান মাষ্টার, জাহাজী ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: মাসুক উদ্দিন, নিবার্হী সদস্য মো: শাহাবুদ্দিন, মো: মানিক, মাহমুদুল ইসলাম, মো:ইউসুফ মাস্টার, শেখ ফরিদ মাস্টার, মিঠু ড্রাইভার, নাহিদুল ড্রাইভার, সিরাজ ড্রাইভার, হারেস ড্রাইভার, মাসুক উদ্দিন সুকানি, শাহাবুদ্দীন সুকানি, এমরান সুকানি, জাফর সুকানি, মুজিব সুকানি, রুবেল সুকানি, কাওসার সুকানি, তারেক গ্রিজার, মেহেদি গ্রিজার, সোহেল গ্রিজার, একরাম গ্রিজার প্রমুখ।
সভাশেষে জলকদর খালের মোহনায় অবস্থিত পুরানো ঐতিহ্যবাহী নদী বন্দর খাটখালী বাজারের বাইরে বেড়িবাঁধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।