• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সেনবাগে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন কে সংবর্ধনা সোনাইমুড়ীতে হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার নোয়াখালীতে মুঠোফোনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ,প্রেমিকসহ গ্রেপ্তার-২ পাইকগাছার কপিলমুনিতে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু,আহত-৩ ধামরাইয়ে বর্তমান এমপি,সাবেক দুই এমপি,সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা সেনবাগে নৌকা-স্বতন্ত্রের ধাওয়া-পাল্টা-ধাওয়া,পুলিশসহ আহত ৫ ঢাকার মহাসমাবেশে পুলিশ হত্যার এজাহার নামীয় আসামী মুরাদ চৌধুরী চট্টগ্রাম নগরীতে র‌্যাবের হাতে আটক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে গুরু-শিষ্যের লড়াই

চট্টগ্রামের ফটিকছড়ীতে ‘লায়ন্স ক্লাব কসমো ভ্যালী’ এতিম ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খাদ্য সামগ্রী প্রদান

News Desk
আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ

আর্ত মানবতার কল্যান ও সেবায় নিবেদিত আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩১৫ বি-৪ এর আলোচিত ক্লাব ‘লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালী তাদের সেবা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে।

১৮ নভেম্বর’২৩ ইং শনিবার দুপুরে লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী উত্তর চট্টগ্রামের ফটিকছড়ী উপজেলার জাহানপুর এলাকার প্রান্তিক জনপদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফতেহপুর আমজাদিয়া খাদিজাতুল কুবরা(রঃ) বালক বালিকা মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রীর জন্য শুকনো খাবার ও গাছের চারা বিতরণ করেছে।

লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ টিপু সোলতান চৌধুরী এমজেএফ-এর নেতৃত্বে একটি টিম দুপুরে মাদ্রাসায় হাজীর হয়ে ছাত্র ছাত্রীদের জন্য চাল, ডাল, তেল, পিঁয়াজ সহ বিভিন্ন শুকনো খাবার মাদ্রাসা কতৃপক্ষের কাঁছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট লায়ন টিপু সোলতান চৌধুরী এমজেএফ-এর সভাপতিত্বে ক্লাবের সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় শুকনো খাদ্য সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩১৫ বি-৪ বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ডিষ্ট্রিক্ট গভর্নর, ‘লাভ অল-সার্ভ অল’ শ্লোগানের প্রবক্তা মানবিক ব্যক্তিত্ব লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফতেহপুর আমজাদিয়া খাদিজাতুল কুবরা (রঃ) বালক বালিকা মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক মোহাম্মদ মোরশেদুল করিম চৌধুরী, ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন চৌধূরী, ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, কসমো ভ্যালী ক্লাব জয়েন সেক্রেটারী লায়ন মোহাম্মদ নেজাম উদ্দীন, লায়ন মোহাম্মদ সাইফুদ্দিন।

প্রধান অথিতির বক্তব্যে লায়ন শেখ শামসুদ্দিন আহামদ সিদ্দিকী বলেন, ‘দুনিয়া হচ্ছে আখেরাতের শষ্যক্ষেত্র’ প্রত্যেক মানবসন্তানকে ইহকালের হায়াত অতিক্রম করে পরকালের অসীম অনন্ত জিবনের জন্য পাড়ি জমাতে হবেই। পরকালীন শান্তি, মুক্তি ও কল্যানের জন্য দুনিয়াবী জিন্দেগীতে নিজেদের আমল- আখলাক, কাজ-কর্মের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। ব্যক্তিজিবনে পরিশূদ্ধতার পাশাপাশি যার যার সাধ্য অনুযায়ী আর্ত মানবতার সাহায্য ও কল্যানার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। অন্যতায় কাল কেয়ামতের দিন সৃষ্ঠিকর্তার কঠিন হিসাব-নিকাশের পাকড়াও থেকে কারো ছাড় পাওয়ার সুযোগ থাকবেইনা। মহান সৃষ্ঠিকর্তার সন্তোষ্ঠি ও কল্যান লাভের প্রত্যাশায় লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ এর লায়ন সদস্যরা সে লক্ষ্যেই আজীবন কাজ করে চলছে।

লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট লায়ন টিপু সোলতান চৌধুরী আর্ত মানবতার সেবা ও কল্যানার্থে কসমো ভ্যালী ক্লাবের সকল লায়ন সদস্যরা শুরু থেকে টীমস্প্রিট নিয়ে পরিপুর্ন একটি মানবিক টীম হয়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্ত মনবতার সেবা, কল্যান ও সমাজ সচেতনতামুলক কার্যক্রমে ধারাবাহিকভাবে আত্মনিয়োগ করতে পারায় সকল লায়ন সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্লাবের সার্বিক তৎপরতায় জেলা গভর্নর সহ সকল জেলা নেতৃবৃন্দদের উৎসাহ-অনুপ্রেরনা যোগানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অথিতিবৃন্দ তাদের বক্তব্যে লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র ভূয়শী প্রশংসা করে কসমো ভ্যালী’র কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের সন্তুষ্ঠি প্রকাশ করেন।
এসময় অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীগনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৪ এর সাবেক গভর্নর বিশিষ্ঠ মানবিক ব্যক্তিত্ব লায়ন শেখ শামসুদ্দিন আহামদ সিদ্দিকী পিএমজেএফ-এর দূরারোগ্য ব্যধি থেকে সুস্থতা এবং কসমো ভ্যালী ক্লাবের কর্মকর্তাদের কল্যানার্থে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ