• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সেনবাগে মেধা বৃত্তি পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ধামরাইয়ে অবৈধ ভবন গুড়িয়ে দিয়ে কলেজের দুই কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু চট্টগ্রামে “সাপ্তাহিক পূর্বধারা” পত্রিকার প্রকাশ উপলক্ষে পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত সোনাতলায় বসত বাড়িতে আগ্নীকান্ডে চার লাখ টাকার মালামাল ভস্মীভূত নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার ছাত্রী অপহরনকারী কসবা’র স্কুল শিক্ষক ইকবাল ভিকটিম ছাত্রীসহ চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক সোনাতলায় ৪৮ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সেনবাগে ছাত্রদল সেক্রেটারী আহমেদ বাবু গ্রেফতার বগুড়া সোনাতলায় বিভিন্ন মামলায় ৫জনকে গ্ৰেফতার করেছে পুলিশ

‘লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’ ছাত্রীদের জন্য সেবা ও সতর্কতামুলক সভা অনুষ্ঠিত

News Desk
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রীদের জন্য আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর উদ্যোগে চুক্ষু পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয়, ফ্রি-প্লান্টেশনের অংশ হিসাবে বৃক্ষ রোপন সহ ডেঙ্গু, শিশু ক্যানসার প্রতিরোধে সেমিনার ও সচেতনতামুলক লিফলেট বিতরণ এবং ফকার মেশিন দিয়ে স্কুল আঙ্গিনায় ডেঙ্গু প্রতিরোধের ঔষধ ছিটানো উপলক্ষে সভা ১৭ অক্টোবর’২৩ ইং মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

কসমো ভ্যালী ক্লাব সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫বি-৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ, ডিষ্ট্রিক ক্যাবিনেট সেক্রেটারী লায়ন আবু বকর সিদ্দিক পিএমজেএফ, ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, লায়ন হুমায়ূন কবির, জোন চেয়ারপার্সন লায়ন ইয়াছিন ফারুক, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফজলুল করিম, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য জনাব মোঃ কামাল উদ্দিন মিয়া, কলেজের শিক্ষীকা শিউলি রায়, শারমিন মাহমুদ সাথী।

প্রধান অথিতির বক্তব্যে লায়ন্স ডিস্ট্রিক্ট-৩১৫ বি৪- এর গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ বলেন, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান, যেটি সারা বছর আর্ত মানবতার সেবা সহ বিভিন্ন সময়ের যে কোন মহামারী প্রতিরোধে সেবা ও সচেতনতামুলক কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে জনগনের সেবায় ব্যস্ত থাকে, অক্টোবর মাস সেবা মাস ঘোষনা করে প্রায় প্রতিটি দিন কোননা কোন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।

লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী নেতৃবৃন্দের ভূয়শী প্রশংসা করে তিনি আরো বলেন, লায়ন্স ক্লাব কসমো ভ্যালী’র বর্তমান নেতৃবৃন্দ তাদের দায়িত্বশীলোচিত এবং লায়নিজমের মানষিকতা নিয়ে যে কর্মচঞ্চল তৎপরতা সহ মানুষের সেবা ও সচেতনতা সৃষ্ঠিতে কাজ করছে তা অতীব প্রশংসনীয়।

আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহামদ ছিদ্দিকী পিএমজেএফ আমাদের জিবনে ক্যান্সার বিস্তার এবং পরিবেশ দুষনে প্লাস্টিক ব্যবহারের নেতিবাচক কুফলের বিস্তারিত বর্ননা দিয়ে প্লাস্টিকের কাপে চা-পান, প্লাস্টিকের কৌটায় খাদ্য বহন ও সংরক্ষন না করা সহ জিবনের দৈনন্দিন মুহুর্তে প্লাস্টিক বর্জনের যৌক্তিক ব্যাখ্য প্রদান করেন।

১ম জেলা ভাইস গভর্নর কহিনুর কামাল এমজেএফ ১৩ থেকে ২০ বছর বয়সের মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে পরিবারের অভিভাবক ও স্কুল শিক্ষিকাদের সাথে পরামর্শ করে টিকা গ্রহন ও ব্রেস্ট ক্যানসারের কোন আলামত পরিলক্ষিত হলে সে ব্যাপারে অভিভাবক ও স্কুল শিক্ষিকাদের সাথে লজ্বা ও সংকোচ পরিহার করে টিকা ও সময়মত ট্রিটমেন্ট গ্রহনের অনুরোধ জানান।

পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক ফজলুল করিম তাঁর স্কুলের শত শত ছাত্রীদের ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার, ডেঙ্গু প্রতিরোধে সতর্কতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যত রচনায় লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’কে আন্তরিক অভিনন্দন জানান।

ক্লাব সভাপতি লায়ন টিপু সোলতান চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে কসমো ভ্যালী’র সময়োপযোগী গৃহিত সকল কর্মসূচীতে বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর, সাবেক গভর্নর ও উচ্চ পদস্থ লায়ন্স কর্মকর্তারা সব সময় উপস্থিত থেকে তাদেরকে উৎসাহিত, অনুপ্রানিত ও সম্মানিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান
সভার শুরুতে শত শত ছাত্রীদের চক্ষু ও রক্ত পরিক্ষা করা হয় এবং সভাশেষে পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ আঙ্গিনা, অলি-গলি ও মাঠে ময়দানে ডেঙ্গু প্রতিরোধে ফকার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হয় এবং স্কুল আঙ্গিনায় বৃক্ষ রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ