রনজিত কুমার পাল (বাবু),স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই ইউনিয়নের চার বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলাউদ্দিন মেম্বার গত ২৮শে সেপ্টেম্বর পরলোকগমন করেন। তার অকাল প্রয়াণে ধামরাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলাউদ্দিন মেম্বারের স্মরণসভা ধামরাই ইউনিয়ন পরিষদের
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) ধামরাই ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ও ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম, ধামরাই সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব, ধামরাই ইউনিয়ন পরিষদের সদস্যগন সহ ধামরাই ইউনিয়নের জনগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এ’স্মরণ সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ধামরাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চার বারের নির্বাচিত ইউপি সদস্য জনপ্রিয় জনপ্রতিনিধি মোঃ আলাউদ্দিন মেম্বারের অকাল মৃত্যুতে সভাস্হ সকলেই শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করেন। সেইসাথে আলাউদ্দিন মেম্বারের বর্ণিল কর্মময় জীবনের উপর আলোচনা করেন তার রাজনৈতিক সহযোদ্ধা ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন সহ অন্যান্য আলোচকবৃন্দ।