• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ সেনবাগে অবৈধ ৪ ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানা ডুমুরিয়ায় ইট‌ভাটা মালিক সমিতির সভাপতি শাহাজাহান জমাদার ও সাধারণ সম্পাদক রঞ্জন সরদার ফের ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন দেশের শিল্প বিকাশের গর্বিত অংশীদার ইউনিভার্সাল ট্রেড সেন্টার সেনবাগ থানার গোলঘরে মারামারি,আটক ৬ ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ২টি ইটভাটায় ২২ লাখ টাকা জড়িমানা সেনবাগে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

বগুড়া সোনাতলা চরপাড়ায় মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে ২০হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

বিকাশ চন্দ্র স্বর্নকার,বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সোনাতলার এলাকার জনগণের আস্থা ও ভরসার একমাত্র কান্ডারী সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার। যিনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এলাকার জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তার ক্লান্তিহীন সেবা পেয়ে রিতিমত খুশিতে উপজেলাবাসি।

এদিকে উপজেলার চরপাড়া বাজারে মরা গরুর মাংস বিক্রি করছে কসাই এমন সংবাদ পেয়েই ঘটনাস্থলে দ্রুত ছুটে যান সহকারী কমিশনার ভূমি কুরশিয়া আক্তার। এ সময়ে তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি।

গত ২৪শে জুলাই সোমবার প্রতিদিনের মত সেদিন সকালেও ওই কসাই গরুর গোশত বিক্রিকালীন সময়ে স্থানীয় ক্রেতারা তা ক্রয় করতে আসে। এ সময় ক্রেতারা গরুর গোশ হতে পঁচা গন্ধ পায়। সে সময়ে ক্রেতারা বুঝতে পারে এ গোশত মরা গরুর। ঠিক সে সময়ে স্থানীয় ক্রেতারা হাটের ইজারাদারকে বিষয়টি অবগত করে ।ওই সময়ে হাটের ইজারাদার তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন কে অবগত করে।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি প্রাথমিক যাচাই করে গোশত গুলো মরা গরুর তা সনাক্ত করেন। মরা গরুর গোশত বিক্রির দায়ে চরপাড়া বাজারের সততা গোশত ভান্ডার এর মালিক মোঃ জেলাল হোসেন বেপারিকে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিট্রেট কুরশিয়া আক্তার কুড়ি হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন ও প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি বলেছেন,মাংসের পরিবেশ একেবারেই খারাপ ছিল।পরে সনাক্ত করা যায় এটি মরা গরু জবাইকৃত গোশত। তবে ওই কসাই তার বিপরীতে কোন যুক্তি উপস্থাপন করতে পারেনি এবং ওই কসাই সহ প্রায় কসাইকে আমরা ট্রেনিং করাইয়া ছিলাম। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিট্রেট কুরশিয়া আক্তার প্রতিনিধিকে বলেন, সংবাদ পেয়ে আমি চরপাড়া বাজারে গিয়ে দেখি ওই মাংস হতে পঁচে ও দূগন্ধ বেরুচ্ছে। পঁচা মাংস গুলি জব্দ করে স্থানীয়দের ও হাট ইজারাদারের মাধ্যমে পুতে ফেলা হয়েছে এবং মোঃ জেলাল কসাইকে সতর্ক করা হয়েছে সেই সাথে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ