এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফ্রিকার মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
১১ মে’২৪ ইং শনিবার রাত সাড়ে ৮’টার সময় আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ নুর, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আহমদ উল্লাহসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা। সাক্ষাতকালে মোজাম্বিক কেন্দ্রীয় আ.লীগ নেতারা মোজাম্বিকে প্রবাসীদের নানা সমস্যা ও কষ্টের কথা তুলে ধরেন এবং সে সব সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মনযোগ সহকারে মোজাম্বিক কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতাদের কথা শুনেন।
আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোজাম্বিক কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতাদের প্রবাসে সরকারের ভাবমূর্তি উজ্বল করতে দলকে সুসংঘঠিত করে সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রবাসীদের সামনে তুলে ধরার আহ্বান জানান এবং তাদের কষ্ঠ ও সমস্যার কথা সংশ্লিষ্ঠ মহলে আলোচনা করবে বলে জানান।
মোজাম্বিক কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে নেতার সৌজন্যতা ও আন্তরিকতায় মূগ্ধতা প্রকাশ করেন। পরে দুই পক্ষের মধ্যে মোজাম্বিকের নানা সমস্যা ও প্রবাসীদের রাজনৈতিক কর্মতৎপরতাসহ বিভিন্ন বিষয়ে ঘন্টাব্যাপী আলোচনা হয় বলে জানিয়েছেন মোজাম্বিক কেন্দ্রিয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।