বগুড়া প্রতিনিধি:
গত ১৩ মে (সোমবার) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণের ১৯৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় সভাপতি হিসেবে ছিলেন জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। সভার শুরুতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণের ১৯৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করে দেওয়া হয়। এরপর প্রশিক্ষণার্থীগণ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রম উপস্থাপন করেন। জেলা পুলিশের সাংগঠনিক কার্যক্রম,পুলিশ সুপারের কার্যালয়ের দাপ্তরিক কার্যাবলি, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্যক ধারণা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার, প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নানান ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস/ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।