বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া বিএসটিআই এর পরিচালনায় এক অভিযানে ৯০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অফিস সুত্রে জানাগেছে,পন্যের মোড়কজাতকরণ এবং ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণে গত ২০শে ফেব্রুয়ারি জেলার উপজেলা প্রশাসন,শাজাহানপুর ও বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর সমন্বয়ে শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে-মেসার্স সুরুচি বেকারি, সাজাপুর,শাজাহানপুর, বগুড়া নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই এর বিস্কুট,পাউরুটি,কেক, চানাচুর পণ্যের গায়ে অগ্রীম উৎপাদন তারিখ প্রদান করায় ‘ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১,ধারা অনুযায়ী, ৯০-(নব্বই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিদা আক্তার,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাজাহানপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।
জেলা বিএসটিআই এর প্রসিকিউটর ছিলেন মোহাম্মদ শাহ আলম পলাশ খাঁন ,পরিদর্শক জেলা অফিস সার্বিক সহযোগিতায় প্রকৌ: অনিমেষ মজুমদার, সহকারী পরিচালক (মেট) এবং মোঃ মেসবাহ উল হাসান, সহকারী পরিচালক (সিএম)। তবে অফিস জানিয়েছেন জনস্বার্থে এরুপ অভিযান চলমান থাকবে।