বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শেরপুর উপজেলার বেলতা শ্রীশ্রী দক্ষিনেশ্বর কালী মন্দিরে জেলা আদিবাসী পরিষদ ও হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এর জেলা কমিটির উদ্যোগে গীতা শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ২৭শে জুন মঙ্গলবার বেলা ১২টায় ৫০জন গীতা শিক্ষার্থীদের হাতে শ্রীমদ্ভগবদ গীতা উপহার হিসেবে তুলে দিয়ে এটির উদ্বোধন করেন জেলা আদিবাসী পরিষদের সভাপতি সন্তেষ সিং বাবু। তবে বিষয়টি বাস্তবায়নে আদিবাসী নেতা সন্তেষ সিং বাবু ও মানবাধিকার কর্মী বিকাশ চন্দ্র স্বর্নকার এর পরিকল্পনায় এটি বাস্তবায়িত হলো।
উদ্ধোধন শেষে ধর্মীয় এক আলোচনা সভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এতে ওই এলাকার প্রায়ই ধর্মপ্রাণ সনাতনীরা অংশগ্রহণ করেন। আদিবাসী নেতা সুজন রাজভরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা রঘু নাথ কোচ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ এর জেলা সভাপতি সন্তেষ সিং বাবু,ওই কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস।
আরও বক্তব্য রাখেন, আদিবাসী নেতা শিপন রবিদাস প্রাণকৃষ্ণ,স্বপন সিং,যুগেশ চন্দ্র সিং,সন্তোষ সিং,মিলন কুমার কোচ এবং নন্দিগ্ৰাম উপজেলা আদিবাসী নেতা অমল মাহাতো,গৌতম মাহাতো। এ সময় মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অতীব প্রাচীন শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মাতার মন্দিরে প্রায় একশো বছর ধরে মায়ের পূজা অর্চনা নিয়মিত চলমান রয়েছে।