মাদীনাতুল উলূম হবিবপুর মাদ্রাসায় ইসলামী জলসা ও ক্বেরাত-হামদ-নাত প্রতিযোগিতা ১২ জানুয়ারী
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা মাদীনাতুল খাইরি আল-ইসলামীর উদ্যোগে আগামী ১২ জানুয়ারী ২০২৬ ইংরেজী সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ইসলামী জলসা ও ক্বেরাত-হামদ-নাত প্রতিযোগিতা। অনুষ্ঠানটি ঐ দিন সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্থার চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ। এছাড়াও দেশের খ্যাতিমান বহু আলেম ও বক্তারা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, যাদের মধ্যে রয়েছেন, শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খাঁন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী আমযাদ হোসাইন আশরাফী, শায়খুল হাদিস মাওলানা মুহসিনুলন হাসান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সাইফুল্লাহ আনসারী, হাফিজ হোসাইন আহমদ ও মাওলানা সাইফুর রহমান।
উল্লেখ্য মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত ও ক্বেরাত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষ হবে বিকেল ৫টা, এরপর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠান সফল করতে মাদীনাতুল খাইরি আল-ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ। সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছে।


























