খুলনার ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
খুলনার ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে
মঙ্গলবার দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন
ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সাবিতা সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তি যোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, মহিলা স্মৃতি মহাবিদ্যালয়য়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, ডুমুরিয়ায উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, মহিলা স্মৃতি মহাবিদ্যালয়য়ের সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম ঢালী, আলমগীর কবির,
উল্লেখ্য ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৩২ সালের একই দিনে মারা যান এই মহীয়সী। দিনটি প্রতি বছর বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।
ডুমুরিয়া উপজেলায় অদম্য জয়ন্তা ৫জন নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে, এর হলো, স্মৃতিকনা মালাকার,সুবর্ণা মুখার্জী,পারভীন আক্তার,
মুক্তা আক্তার,সাবতিনা ইয়াসমিন,
আলোচনার পূর্বে একটি বিশাল র্যালি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
















