নোয়াখালীর সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট
নোয়াখালীর সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নিজসেনবাগ পূর্ব পাড়ায় পরিবারের অনুপস্থিতিতে প্রবাসীর বসতঘরে দুর্বৃত্তদের চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে দরজার কড়া কেটে ঘরে প্রবেশ করে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী প্রবাসী আবু তাহেরের স্ত্রী শাহিন সুলতানা জানান, পারিবারিক সমস্যার কারণে ওই রাতে পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না।
রবিবার দুপুরে ননদ খালেদা আক্তারের স্বামী নাছির উদ্দিন পাশের জমিতে ধান দেখা শেষে বাড়িতে এসে ফ্রিজ থেকে মাংস নিতে যান। এসময় তিনি দুইটি ঘরের দরজার কড়া কাটা দেখতে পান এবং ঘরের ভেতর এলোমেলো অবস্থার বিষয়টি টের পান। পরে পরিবারের অন্য সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে চুরির ঘটনা নিশ্চিত হন।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা দুইটি আলমিরা ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ১২টি বিদেশী কম্বল, মূল্যবান গৃহস্থালি সামগ্রী, ৩টি সেচ মোটর, ফ্রিজের মাংস, খাদ্যসামগ্রীসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার পর পরিবারে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

















