ময়মনসিংহের ত্রিশালে কৃষকদের পার্টনার কংগ্রেস

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
এনামুল হক, ময়মনসিংহ থেকে:
কৃষিখাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা তৈরি ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে কৃষকদের নিয়ে দিবন্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (১ জুন) দুপুরে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মো. সালাহউদ্দিন কায়সার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদা তাহমিনা।
এসময় কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক, কৃষাণী, উদ্যোক্তা ও কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সাফল্যের গল্প ভাগাভাগি করেন।