০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের নতুন এসপি নাজির আহমেদ খান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে সরকার। বর্তমান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে বদলি করে সিরাজগঞ্জ জেলার এসপি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে এই বদলি করা হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

তারও আগে ২২ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ, বদলি ও দায়িত্ব বণ্টনসংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে দেশের সকল জেলার নতুন এসপি মনোনীত করা হয়।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশে দায়িত্ব পালন করা তিন কর্মকর্তাকেও দেশের বিভিন্ন জেলায় এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঝিনাইদহের এসপি মনজুর মোরশেদকে রাজবাড়ী জেলা, নেত্রকোনার এসপি মির্জা সায়েম মাহমুদকে খাগড়াছড়ি জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি শাহ মোহা. আব্দুর রউফকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
২০

চট্টগ্রামের নতুন এসপি নাজির আহমেদ খান

আপডেট: ০৩:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে সরকার। বর্তমান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে বদলি করে সিরাজগঞ্জ জেলার এসপি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে এই বদলি করা হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

তারও আগে ২২ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ, বদলি ও দায়িত্ব বণ্টনসংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে দেশের সকল জেলার নতুন এসপি মনোনীত করা হয়।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশে দায়িত্ব পালন করা তিন কর্মকর্তাকেও দেশের বিভিন্ন জেলায় এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঝিনাইদহের এসপি মনজুর মোরশেদকে রাজবাড়ী জেলা, নেত্রকোনার এসপি মির্জা সায়েম মাহমুদকে খাগড়াছড়ি জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি শাহ মোহা. আব্দুর রউফকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।