নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, বিক্রির নগদ ৫ হাজার ৭২০ টাকা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) রাতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-৫১ ডিউটির সময় উত্তর সাহাপুর এলাকায় সেনবাগ কলেজ রোডের বাচ্চু মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ পারভেজ প্রকাশ সুজন (২৪), পিতা: মোঃ শাহ জাহান, মাতা: জাহানারা খাতুন, সাং: চর শুল্যকিয়া (শাহ জাহান বাড়ি), ৮নং এওজবালিয়া ইউনিয়ন, সুধারাম থানা, নোয়াখালী।
অভিযানকালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫,৭২০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সেনবাগ থানায় মামলা নং-০৭, তারিখ ২৩/১১/২০২৫; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


















