নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সেনবাগ থানাধীন ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা: মৃত আবু তাহের, মাতা: নুর নাহার, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। পেশায় সিএনজি ড্রাইভার, ইয়াবা পরিবহনে জড়িত। ২) মোঃ জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, মাতা: রজ্জবের নেছা, সাং: জয়নগর, ৪ নং কাদরা ইউপি। ৩) জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫), পিতা: মৃত সানু মিয়া, মাতা: লালমতের নেছা, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও আরও ২ জন পলাতক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় সেনবাগ থানা মামলা নং ০৬, তারিখ: ২২/১১/২০২৫ রুজু করেন। গ্রেফতার আসামীদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















