০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

লালখান বাজারের হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকাসহ নানা অপরাধে জনপ্রিয় মিষ্টান্ন বিক্রয়কেন্দ্র হাইওয়ে সুইটস-কে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “হাইওয়ে সুইটস নামের প্রতিষ্ঠানে মিষ্টির শিরায় ছোট-বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।”

অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। পণ্যের মোড়কবিধি লঙ্ঘনের দায়ে মুক্তি ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামের দোকানকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে নিউ প্রিন্স হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৪

লালখান বাজারের হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট: ০৯:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকাসহ নানা অপরাধে জনপ্রিয় মিষ্টান্ন বিক্রয়কেন্দ্র হাইওয়ে সুইটস-কে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “হাইওয়ে সুইটস নামের প্রতিষ্ঠানে মিষ্টির শিরায় ছোট-বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।”

অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। পণ্যের মোড়কবিধি লঙ্ঘনের দায়ে মুক্তি ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামের দোকানকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে নিউ প্রিন্স হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।