শিরোনাম:
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলট নিহত
স্টাফ রিপোর্ট:
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলট তৌকির নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে মিনিটে বিমানটি উড্ডয়ন করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। উদ্ধার টিম এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।


























