১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ডেস্ক নিউজ

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মিদের তথ্য দিতে অনীহা দেখানো হয়। গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম মো.মোস্তফা খালেদ (৩০)।

তিনি বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম জেলার মৃত আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

একপর্যায়ে অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেন। তবে তিনি জেলায় কর্মরত আরেক গণমাধ্যম কর্মিকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সাথে কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৪৪

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

আপডেট: ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মিদের তথ্য দিতে অনীহা দেখানো হয়। গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম মো.মোস্তফা খালেদ (৩০)।

তিনি বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম জেলার মৃত আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

একপর্যায়ে অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেন। তবে তিনি জেলায় কর্মরত আরেক গণমাধ্যম কর্মিকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সাথে কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।