বগুড়ার দুপচাঁচিয়ায় দুলালী হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ম্যাজিস্ট্রেট এর জরিমানা।
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ‘দুলালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ খাদ্য প্রস্তুত ও পরিবেশনে চরম অনিয়ম এবং অপরিচ্ছন্নতার প্রমাণ পাওয়ায় ম্যাজিস্ট্রেট অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫:টায় অভিযানকালে দেখা যায়,হোটেলের রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে,ব্যবহার করা হচ্ছে নোংরা পাত্র এবং সংরক্ষণের কোনো স্বাস্থ্যকর ব্যবস্থা নেই।
এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য সনদ না থাকা এবং খাদ্যদ্রব্যে খোলা অবস্থায় মাছি বসার মতো অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর বিভিন্ন ধারায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। উল্লেখ্য,স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই হোটেলের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। আজকের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।