ভারতের গুজরাট রাজ্যে আমেদাবাদ এর কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
মনোয়ার ইমাম, ভারত থেকে:
আজ দুপুরে ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ এর কাছে মেঘানিনগর এলাকায় ঘটছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই বিমান দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক পরিসংখ্যান খবর লেখা পর্যন্ত হাতে আসে নি।
তবে ভারতের এয়ার ইন্ডিয়ার মোট দুই শত ত্রিশ জন যাত্রী ও বারোজন বার জন ক্রু নিয়ে আমেদাবাদ যাওয়ার সময় মেঘানিনগর এলাকায় একটি গাছের সাথে ধাক্কা লেগে আগুন লাগে যায়।
সাথে সাথেই ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান টি ভেঙ্গে পড়ে, লেগে যায় আগুন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়ার পর ঘটনার স্হানে উদ্ধার কাজে ছুটে আসেন আমেদাবাদ জেলা পুলিশের আইজি জে এম মালিক।
তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এবং এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস নিয়ে হাজির হয়। চলেছে উদ্ধার কাজ।আহত ও মৃত ব্যক্তিদের কে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। খবর লেখা পর্যন্ত সঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে মৃত ব্যক্তিদের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
এই ঘটনার পর যে লোকালয়ে মুখ থুবড়ে পড়েছে বিমান টি সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূমেন্দ্র প্যাটেল, তিনি ঘটনার স্হানে উদ্ধার কাজে ছুটে গিয়েছেন।
এই ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ঘটনা র পর কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করতে এবং ঘটনার স্হানে ছুটে গিয়েছেন ভারতের অসামারিক প্রতিরক্ষা ও বিমান মন্ত্রী রামমোহন নাইডু।
ঘটনার পর গোটা এলাকা পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।