রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ ঈদ উপহার হত দরিদ্র সুবিধা বঞ্চিতদের সহস্রাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) ধামরাই পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাই সিটি সেন্টারে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মিরানা জামান মিতুর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় সিরাজ উদ্দিন সিরাজ সিরাজ ও অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌরসভার কাউন্সিলরবৃন্দ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও হত দরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যগন এ’সময় উপস্থিত ছিলেন।