১০:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামকে যথার্থ বাণিজ্যিক রাজধানী করা হবে: এস এম নুরুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

আসন্ন চট্টগ্রাম চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক বলেছেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীর রূপ দেওয়া হবে। এ লক্ষ্যেই কাজ করবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

বুধবার জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “চট্টগ্রাম চেম্বার ব্যবসা করার জন্য নয়, ব্যবসায়ীদের সহযোগী হওয়ার জন্য। আমরা মেলা করে আয় করব না।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম। সঞ্চালনা করেন রাশেদুল আজম মঞ্জু।

অনুষ্ঠানে প্যানেলের সহযোগী ও অর্ডিনারি গ্রুপের প্রার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করপোরেট হাউসের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই চেম্বারকে ব্যবসায়ীদের প্রকৃত প্ল্যাটফর্মে রূপ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
৫১

চট্টগ্রামকে যথার্থ বাণিজ্যিক রাজধানী করা হবে: এস এম নুরুল হক

আপডেট: ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকে:

আসন্ন চট্টগ্রাম চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক বলেছেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীর রূপ দেওয়া হবে। এ লক্ষ্যেই কাজ করবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

বুধবার জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “চট্টগ্রাম চেম্বার ব্যবসা করার জন্য নয়, ব্যবসায়ীদের সহযোগী হওয়ার জন্য। আমরা মেলা করে আয় করব না।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম। সঞ্চালনা করেন রাশেদুল আজম মঞ্জু।

অনুষ্ঠানে প্যানেলের সহযোগী ও অর্ডিনারি গ্রুপের প্রার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করপোরেট হাউসের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই চেম্বারকে ব্যবসায়ীদের প্রকৃত প্ল্যাটফর্মে রূপ দিতে হবে।