• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে হাসিনার প্রত্যক্ষ মদদে আমতলীতে নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে স্বামীর আত্মহত্যার নাটক নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট ও খুন আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ৩টি চোরাই সিএনজি ও অটোরিক্সা উদ্ধার ডুমুরিয়ায় ওয়াদুদ সরদারের তেঁতুল গাছে প্রচুর পরিমাণে তেঁতুল ধরছে আকবর শাহ থানা জামায়াতের কর্মী সমাবেশে অধ্যক্ষ হিলালী নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২ ডুমুরিয়ায় অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ আমতলীতে খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে আন্তর্জাতিক মেলায় লায়ন ক্লাব অফ কসমো ভ্যালী’র স্টল পরিদর্শনে উচ্চ পদস্থ লায়ন্স নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ

১২ থেকে ১৪ অক্টোবর’২৩ ইং ৩ দিন ব্যাপী চট্টগ্রাম নগরীর অভিজাত কমিউনিটি সেন্টার জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ২য় আন্তর্জাতিক ” হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’২৩”। মেলায় অংশ গ্রহন করে আয়োজক কমিটি, অংশ গ্রহনকারী দেশি বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মেলায় আগত প্রচুর ভিআইপি ও সাধারন দর্শকদের ভূয়শী প্রশংসা সহ মেলার সমাপনী দিনে এ্যাওয়ার্ড অর্জন করেছেন ‘লায়ন ক্লাব অফ কসমো ভ্যালী’।

১৪ অক্টোবর’২৩ ইং শনিবার মেলার সমাপনী দিনে “লায়ন ক্লাব অফ কসমো ভ্যালী” র স্টল পরিদর্শন করেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি৪-এর উচ্চ পদস্থ একটি টীম। পরিদর্শনকারী টীমের প্রধান ছিলেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি৪-এর বাংলাদেশের জেলা আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩১৫ বি৪- এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন এস,এম মোরশেদ হোসেন, ডিষ্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, ডিষ্ট্রিক্ট কো-চেয়ারপারসন লায়ন গোলাম মাহাবুবুর রহমান।

এসময় “হেল্থ এন্ড মেডিকেল এক্সফো-২৩” আয়োজক কমিটির কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন। পরিদর্শনকারী টিমের লায়ন্স নেতৃবৃন্দ পরে মেলার সমাপনী দিবসের অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অথিতি হিসাবে অংশ গ্রহন করেন। লায়ন ক্লাব অফ কসমো ভ্যালী পরিদর্শন শেষে লায়ন্স নেতৃবৃন্দ কসমো ভ্যালী’র ভূয়শী প্রশংসা করে লায়ন ক্লাব অফ কসমো ভ্যালীর সভাপতি লায়ন টিপু সোলতান চৌধুরী, জয়েন সেক্রেটারী লায়ন নেজাম উদ্দিন সহ সকল কসমো ভ্যালী’র সকল নেতৃবৃন্দকে আর্ত মানবতার সেবায় ৩ দিন ব্যাপী ‘হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’তে নিবেদিত প্রান হয়ে নিঃস্বার্থ মানবিক সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

আগামীতেও লায়নিজমের মোটিভে মানুষের সেবা ও কল্যানে কাজ করে মানবতার কল্যানের পাশাপাশি নিজেদের জিবনকেও স্বার্থক করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। লায়ন ক্লাব অফ কসমো ভ্যালী’র সভাপতি লায়ন টিপু সোলতান চৌধুরী ৩ দিন ব্যাপী মেলার প্রতি দিনে তাদের স্টল পরিদর্শন করে উৎসাহ ও অনুপ্রেরনা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট গভর্নর এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, বাংলাদেশের জেলা আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি৪- এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন এস,এম মোরশেদ হোসেন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্যঃ লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালী ৩ দিন ব্যাপী মেলায় বিরতিহীনভাবে সম্পূর্ন ফ্রীতে সর্বসাধারনের ডায়বেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাডপ্রেসার পরিমাপ সহ ডেঙ্গু, শিশু ক্যানসার প্রতিরোধের সচেতনতা সৃষ্ঠিতে লিফলেট বিতরণ করেছে। তাদের নিরেট সেবামুলক কাজের স্বিকৃতিস্বরুপ মেলার সমাপনী দিনে আন্তর্জাতিক হেল্থ এন্ড মেডিকেল এক্সপো’২৩ আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মানসুচক এ্যাওয়ার্ড অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ