• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ধনবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠিত ধামরাই ইউনিয়ন বিএনপি-যুবদল-ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ আমতলীতে হত্যার হুমকি দিয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষন ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব পালিত সেনবাগে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ বাংলাদেশ স্কাউট মধুপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বন প্রহরীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটানোর হুমকি যুবদল নেতার রাতের আধারে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁশখালীতে সাংবাদিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ জুন, ২০২৩

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

জামালপুর জেলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ও বকশিগঞ্জে দায়িত্বরত ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম জেলার বাঁশখালীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সর্বস্তরের সংবাদ কর্মিরা মানববন্ধন করেছে।

১৮ জুন’২৩ ইং রবিবার বিকাল ৩ টার সময় বাঁশখালী উপজেলা কমপ্লেক্সের সামনে উপজেলার প্রধান সড়কে সাংবাদিকদের মানববন্ধনে বাঁশখালী প্রেসক্লাব সহ মিডিয়ার বিভিন্ন অংগনে কর্মরত সর্বস্তরের সাংবাদিক, মানবাধিকার কর্মি, সুশীল সমাজের প্রতিনিধিরাও স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে জামালপুরে দুস্কৃতিকারীদের হাতে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চট্টগ্রাম মঞ্চ বাঁশখালী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শফকত হোসাইন চাঁটগামী, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভি প্রতিনিধি মুহাম্মদ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোহাম্মদ ছৈয়দুল আলম, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, সাংবাদিক মুহাম্মদ সাইদুল ইসলাম, মোঃ জাহেদুল ইসলাম মিরাজ, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ তাফহিমুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ বাকি বিল্লা চৌধুরী, মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম তুহিন, মোঃ নাঈম উদ্দিন, চ্যানেল এস’র ক্যামরা ম্যান মুহাম্মদ ফরিদুল আলমসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।

এছাড়াও মানবাধিকারকর্মী জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, আনিসুর রহমান সহ বিভিন্ন মানবাধিকার কর্মি, সুশীল সমাজের প্রতিনিধিরাও মানববন্ধনে আংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক শফকত হোসাইন চাঁটগামী, মুহাম্মদ জসিম উদ্দিন, শাহ মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ ছৈয়দুল আলম, সাইদুল ইসলাম, মোহাম্মদ দিদার হোসাইন প্রমুখঃ। বক্তারা বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদকর্মী বা সাংবাদিকরা হলেন জাতির দর্পন, সাংবাদিকদের জাতির বিবেকও বলা হয়।

সাংবাদিকরা রাত দিনের যে কোন সময় রোদ বৃষ্ঠি ও প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে দেশ, মাটি ও মানুষের কল্যানে নিজেদের জিবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে সত্য উদ্ঘাটনে কাজ করতে গিয়ে সমাজের দুষ্ঠকীট খ্যাত নোংরা ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা ও সমাজপতিদের অভ্যন্তরিন ঘৃনিত স্বরুপ উম্মোচিত হলেই তাদের আঁতে ঘা লাগে, আর তখনিই সেই তথাকথিত জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আমলা ও সমাজপতিরা আইনকে তোয়াক্কা না করে সাংবাদিকদের উপর চড়াও হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে, অনেক সাংবাদিককে নিগৃহিত ও লাঞ্চিত হতে হয়েছে। বক্তারা হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, হত্যা করে, হুমকি ধমকি ও লোভ লালসা দেখিয়ে সত্যিকারের সাংবাদিকদের কখনো দমিয়ে রাখা যায়না।

বাঁশখালীতে সর্বস্তরের সাংবাদিকদের পেশাদারিত্বের দক্ষতা অর্জনপুর্বক মজবুত ঐক্যের আহ্বান জানিয়ে বক্তাগন জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত চেয়ারম্যান বাবু সহ হত্যার সাথে জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক সকল খুনিদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেন।

একিই সাথে সাংবাদিকদের পেশাদারিত্বের দায়িত্ব পালনকালে প্রতিটি মুহুর্ত ঝুঁকি ও আতংকের উল্লেখ করে সংবাদকর্মিদের নিরাপত্তা বিধানে প্রশাসনিক সহযোগিতারও আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ