০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হিমচি মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলুসে মুহাম্মাদি

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি
মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি

হিমচি মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলুসে মুহাম্মাদি

আগামী ৫ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত মহাসমারোহের আয়োজন করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব র হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি সদস্যরা।এইদিন হিমচি মাদ্রাসা ছাত্র ও হিমচি নবগ্রাম অঞ্চলের বাসিন্দারা ঐতিহাসিক জুলুসে মুহাম্মাদি পালন করার জন্য জুলুস বের করবেন।

এই জুলুসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলকাতার খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব সৈয়দ শাহ সুফি গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও তার ভাই পীর হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম ইস্তারশিদ আল কাদেরী সাহেব। প্রতিবছর এই দিনটি জুলুসে মুহাম্মাদি হিসেবে পালন করা হচ্ছে। তার ব্যতিক্রম নয় এই বছরও।

এই অনুষ্ঠানে র খবর টি নিশ্চিত করেছেন হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মী মোসারফ হোসেন মন্ডল। তিনি বলেন যে আগামী ৫ই সেপ্টেম্বর সকাল সাতটায় এই অনুষ্ঠানটি আরাম্ভ করা হবে।

এই জুলুসে মুহাম্মাদি মিছিল টি হিমচি হয়ে উত্তর ভাগ এবং বারুইপুর পূর্ব বিভিন্ন যায়গায় ঘুরে নবগ্রাম অঞ্চলের মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত এর নিকট আসবে। সেই সঙ্গে আগামী ৭ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে একটি মহফিল এর আয়োজন করা হয়েছে মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি ও হিমচি গ্রামবাসীর পক্ষ থেকে।এই মহফিলে, বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের জন্য দোয়া হবে। এবং নবী ও তার সাহাবা এবং ওলী আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা করা হবে।

এবং মহফিলে র পর দোয়া হবে এবং তাবারুক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও তার ভাই পীর সাহেব সৈয়দ শাহ সুফি গোলাম ইস্তারশিদ আল কাদেরী।

মূল অনুষ্ঠান টি দায়িত্ব থাকবেন হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি র সদস্যরা এবং হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি মোসারফ হোসেন মন্ডল ও ইমরান হাসান মন্ডল।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:১৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১০০

হিমচি মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলুসে মুহাম্মাদি

আপডেট: ১০:১৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

হিমচি মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলুসে মুহাম্মাদি

আগামী ৫ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত মহাসমারোহের আয়োজন করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব র হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি সদস্যরা।এইদিন হিমচি মাদ্রাসা ছাত্র ও হিমচি নবগ্রাম অঞ্চলের বাসিন্দারা ঐতিহাসিক জুলুসে মুহাম্মাদি পালন করার জন্য জুলুস বের করবেন।

এই জুলুসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলকাতার খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব সৈয়দ শাহ সুফি গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও তার ভাই পীর হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম ইস্তারশিদ আল কাদেরী সাহেব। প্রতিবছর এই দিনটি জুলুসে মুহাম্মাদি হিসেবে পালন করা হচ্ছে। তার ব্যতিক্রম নয় এই বছরও।

এই অনুষ্ঠানে র খবর টি নিশ্চিত করেছেন হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মী মোসারফ হোসেন মন্ডল। তিনি বলেন যে আগামী ৫ই সেপ্টেম্বর সকাল সাতটায় এই অনুষ্ঠানটি আরাম্ভ করা হবে।

এই জুলুসে মুহাম্মাদি মিছিল টি হিমচি হয়ে উত্তর ভাগ এবং বারুইপুর পূর্ব বিভিন্ন যায়গায় ঘুরে নবগ্রাম অঞ্চলের মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত এর নিকট আসবে। সেই সঙ্গে আগামী ৭ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে একটি মহফিল এর আয়োজন করা হয়েছে মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি ও হিমচি গ্রামবাসীর পক্ষ থেকে।এই মহফিলে, বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের জন্য দোয়া হবে। এবং নবী ও তার সাহাবা এবং ওলী আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা করা হবে।

এবং মহফিলে র পর দোয়া হবে এবং তাবারুক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও তার ভাই পীর সাহেব সৈয়দ শাহ সুফি গোলাম ইস্তারশিদ আল কাদেরী।

মূল অনুষ্ঠান টি দায়িত্ব থাকবেন হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি র সদস্যরা এবং হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি মোসারফ হোসেন মন্ডল ও ইমরান হাসান মন্ডল।