০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে হাসান সড়কে গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ২৫ থেকে ৩০ জন কিশোর-তরুণ অংশ নেয় এবং তারা কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানার বহন করে। তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং “শেখ হাসিনা ফিরবে” এমন স্লোগান দিতে দিতে মিছিল করে। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। মিছিল শেষে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছে লাখো নিরপরাধ মানুষ। কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে তাদের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস পাচ্ছে।”

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কার্যক্রমে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১২৬

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

আপডেট: ০৮:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে হাসান সড়কে গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ২৫ থেকে ৩০ জন কিশোর-তরুণ অংশ নেয় এবং তারা কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানার বহন করে। তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং “শেখ হাসিনা ফিরবে” এমন স্লোগান দিতে দিতে মিছিল করে। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। মিছিল শেষে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছে লাখো নিরপরাধ মানুষ। কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে তাদের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস পাচ্ছে।”

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কার্যক্রমে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।