• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগর বিএনপির কার্যালয় উদ্বোধন জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় আমতলীতে দেবরের কোদালের কোপে ভাবী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন; এক গরু চোর গ্রেপ্তার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ (পুশিং) বিরোধী জনসচেতনতামূলক সভা তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল ডুমুরিয়ায় মহান বিজয়‌ দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতি সভা ধামরাইয়ে নিসচা’র ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন,র‌্যালী ও বিনা মূল্যে চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই‌প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত

আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন; এক গরু চোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মাইনুল ইসলাম রাজু, বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য লিটন ঢালীকে (৩৭) চারটি গরুসহ গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১০টি চোরাই গরু উদ্ধার করেছে।

সোমবার (২ ডিসেম্বর) বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল আমতলী থানায় প্রেস ব্রিফিং করে ওই তথ্য নিশ্চিত করেছেন।

ভূক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎ বেশ কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ ভূক্তভোগী এলাকাবাসী। শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের লুৎফর রহমান হাওলাদারের বসতবাড়ীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। ওই ঘটনায় পরের দিন রবিবার তিনি আমতলী থানায় একটি গরু চুরির মামলা দায়ের করেন।

বরগুনা পুলিশ সুপার চুরি বন্ধে চোর চক্রকে গ্রেপ্তারের জন্য আমতলী থানা পুলিশকে নির্দেশে প্রদান করেন। ওইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা এলাকা থেকে চারটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য, পাশর্^বর্তী পটুয়াখালী সদর উপজেলার নন্দিপাড়া বোতলবুনিয়ার গ্রামের সামসু ঢালীর পুত্র ও একাধিক চুরি মামলার আসামী লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ১০টি চোরাই গরু উদ্ধার করে তা জব্দ করে আমতলী থানায় নিয়ে আসে।

আজ সোমবার দুপুরে পুলিশ উদ্ধারকৃত ওই ১৪টি চোরাই গরুসহ গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালীকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালীর বিরুদ্ধে ঢাকার কোতয়ালী ও আমতলী থানায় ৩টি চুরির মামলা রয়েছে।

পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল বলেন, মাদক, চুরি, ডাকাতিসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের সক্রিয় কাজের ফলেই ওই চোরাই গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, চোর চক্রের মুল হোতাকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী সার্কেল) মোঃ রুহুল আমিন, বরগুনা ডিবির ওসি মোঃ বশিরুল ইসলাম প্রমুখ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, চুরি-ডাকাতি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ