শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা থেকে:
খুলনার ডুমুরিয়ার চুকনগরে দীর্ঘ ২৬ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির আটলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে,দীর্ঘ প্রায় ২৬ বছর পর চুকনগর যশোর আঞ্চলিক মহাসড়কের চুকনগর বাসষ্টান্ডে ইউনিয়ন বিএনপির নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি সদস্য এম এ সালাম’র সভাপতিত্বে ও আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনের সঞ্চালনায়,আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রমেন রায়,আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহামা শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন ডাবলু, আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসানুজ্জামান মোড়ল,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক সোহেল মাহমুদ, উপজেলা জাসাস’র সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মফিজ,আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ বোরহান উদ্দিন, মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদার,শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চু, আটলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোঃ তামিম শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।