• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন; এক গরু চোর গ্রেপ্তার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ (পুশিং) বিরোধী জনসচেতনতামূলক সভা তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল ডুমুরিয়ায় মহান বিজয়‌ দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতি সভা ধামরাইয়ে নিসচা’র ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন,র‌্যালী ও বিনা মূল্যে চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই‌প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত এ্যাড: সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তালতলীতে রাতের আঁধারে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ নোয়াখালী থেকে ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল উদ্ধার,আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই‌প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা থেকে:

ডুমুরিয়া (খুলনা) ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান কে সামনে রেখে সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম যোগাযোগ ব্যবস্থাকে একটি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বলা হয়। যোগাযোগের অন্যতম মাধ্যম হলো পরিবহন। পরিতাপের বিষয়, আজও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিরাপদ সড়কের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও মৃত্যুবরণ করছে হাজার হাজার মানুষ, নেতিবাচক প্রভাব পড়ছে চিকিৎসা খাতে এবং সার্বিক দেশের অর্থনৈতিক উন্নয়নে। সড়ক দুর্ঘটনার প্রভাবে সড়ক-মহাসড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। সড়ক-মহাসড়কে চলাচল মানে জীবনবাজি রেখে চলাচল করার মতো অবস্থা হয়ে গেছে। তাই সব ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করে নিরাপদ সড়ক চাই।

নিরাপদ সড়ক ব্যবস্থার অভাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। মুহূর্তেই খালি করে দিচ্ছে কোনো না কোনো মায়ের কোল। অনেকে প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের সঙ্গী হয়ে যাচ্ছে পঙ্গুত্ব। দুর্ঘটনার কবলে পড়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হাজারো মানুষ, অনেকে আবার সুস্থ হতে গিয়ে বাসস্থানের জমিটাও বিক্রি করে দিচ্ছে। এভাবেই চলছে এ দেশের মানুষের জীবন। যার নেতিবাচক প্রভাব শুধু দেশের মানুষের ওপরই নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপরও পড়ছে। ফলে আশানুরূপ উন্নয়নে ব্যর্থতা কোনো অস্বাভাবিক বিয়ষ নয়।

নিরাপদ সড়ক ব্যবস্থা করতে পারলে এসব সমস্যার সমাধান সম্ভব হবে। অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে ও দেশের উন্নয়নে নিরাপদ সড়কের ভূমিকা অতুলনীয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ১লা ডিসেম্বর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা উদ্যোগে নিরাপদ সড়ক চাই উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত হয়।

র‍্যালী‌টি বের করে বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে সমাবেশে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা সভাপতি খান মহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, খুলনা জেলার  টি আই  মাহমুদ হাসান, ডুমুরিয়া থানার ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরাপদ‌ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মালেক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,

বক্তব্য দেন মোঃ ফরহাদ হোসেন,নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদার, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া বাজারে লিফলেট বিতরণ করেন।

সার্বিক সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক চাই  ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান বকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ