রাজশাহীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
তন্ময় দেবনাথ, রাজশাহী থেকে:
রাজশাহী হরিপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ৪টায় পবা উপজেলার হরিপুর বাগানপাড়া হাফেজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের অন্যতম সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা সহ নেতাকর্মী বৃন্দ।
যুবনেতা সাহেব জাদা বলেন,হারাতে হারাতে সব হারিয়েছেন,নিজের সন্তান, বাড়ি, জীবন থেকে অনেক গুলো বছর। তবু হার মানেন নি। আজ অসুস্থতার কাছে হারমানতে যাচ্ছেন।
হে আল্লাহ আরশের মালিক, তুমার বান্দিকে সুন্দর একটা দিন না দেখানো পর্যন্ত তুমি নেক হায়াত দান করো।
এই বিষয়ে তিনি আরো বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। কারো সাথে তিনি কখনো আপোষ করেননি। তিনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। তাই তাঁকে নোবেল দেওয়া উচিত। তিনি এখন ভীষণ অসুস্থ। তাই আমরা রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশ সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আমাদের আপোষহীন নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।




















