সেনবাগে মাদ্রাসা শিক্ষককে ‘চোর’ অপবাদ দিয়ে ফেসবুক পোস্ট, বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
সেনবাগে মাদ্রাসা শিক্ষককে ‘চোর’ অপবাদ দিয়ে ফেসবুক পোস্ট, বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সিনিয়র মৌলভী মাওলানা নিজাম উদ্দিনকে চোর অপবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসার সামনের সড়কে অনুষ্ঠিত প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা অংশ নেয়। এসময় তারা “আউয়ালের বিচার চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, সেনবাগের কথিত সাংবাদিক আউয়াল তার ফেসবুক আইডি থেকে মাওলানা নিজাম উদ্দিনকে উদ্দেশ্য করে “দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন কাদরা হামিদিয়া মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিন” শিরোনামে একটি মানহানিকর পোস্ট দেন।
ভুক্তভোগী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে ক্লাস চলাকালে তিনি জানতে পারেন, কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে আউয়ালের ঘরে অবস্থান করছে। পরে তিনি সহকর্মীকে নিয়ে সেখানে গেলে আউয়ালের ছেলে আকরাম নিঝুম তাকে ও অন্য শিক্ষককে অশালীন আচরণ ও শারীরিকভাবে ধাক্কা দেন। ফেরার পথে আউয়ালের স্ত্রীও গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পরপরই আউয়াল ওই মানহানিকর ফেসবুক পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দার জন্ম দেয়। শত শত মানুষ মন্তব্য করে ওই পোস্টের প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার, শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, একজন সম্মানিত আলেমকে অপমান ও মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করার এ ঘটনা শিক্ষাঙ্গনের মর্যাদাকে কলঙ্কিত করেছে। তারা অবিলম্বে আউয়াল ও তার ছেলে নিঝুমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
















