সেনবাগে তারুণ্যের উৎসব ২০২৫ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। মঙ্গলবার (৭ জানুয়ারী) সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যায়লের মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: খুরশীদ আহম্মদ বাবুল,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান,বিএনপি নেতা আবদুল হান্নান লিটন,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলাউদ্দিন আলো,আনোয়ার হোসেন,সাংবাদিক,শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে।ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়।” টুর্নামেন্টে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট ১০ টি দল অংশগ্রহণ করেছে।উদ্বোধনী খেলায় ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ।